হোম > সারা দেশ > গাইবান্ধা

গৃহবধূকে কুপিয়ে হত্যা, লাশ সাঁকোর ওপর ফেলে পালালেন স্বামী

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে মোছা. জনতা বেগম (৩৪) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া (কছিম বাজার) গ্রামের মৎস্যখামার এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগ ওঠা ওই ব্যক্তির নাম মো. আব্দুল লতিফ। তিনি ভাটি কাপাসিয়া গ্রামের মো. মোত্তালেব হোসেনের ছেলে।

জানা গেছে, গুরুতর আহত স্ত্রীকে চিকিৎসকের কাছে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপর লাশ নিয়ে বাড়িতে ফেরার পথে নিহত ব্যক্তির স্বামী আব্দুল লতিফ লাশ বাড়ির পাশে একটি সাঁকোর ওপর ফেলে রেখে পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আজ সকালে জনতা বেগম ও আব্দুল লতিফের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপর আব্দুল লতিফ তাঁর স্ত্রীর লাশ বাড়ির পাশে একটি কাঠের সাঁকোতে ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত স্বামীকে আটকের চেষ্টাও চলছে বলেও জানান ওসি।

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

ওসমান হাদির স্মরণে নলছিটিতে অর্ধবেলা দোকানপাট বন্ধ

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার