হোম > সারা দেশ > টাঙ্গাইল

চরম দুরবস্থায় কুর্নী-ফতেপুর সড়ক, যান চলাচলে ভোগান্তি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম সড়ক ফতেপুর ইউনিয়নের কুর্নী-ফতেপুর পাকা সড়কটি খানাখন্দে বেহাল। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম সড়ক ফতেপুর ইউনিয়নের কুর্নী-ফতেপুর পাকা সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যত্রতত্র মাটিবোঝাই ট্রাক চলাচলের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটিতে স্বাভাবিকভাবে কোনো যানবাহন চলতে পারছে না। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বানের কথা শোনা গেলেও বাস্তবে তার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

জানা গেছে, ফতেপুর ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষ মির্জাপুর উপজেলা সদরে যাতায়াত করেন এই সড়ক দিয়ে। পার্শ্ববর্তী মহেড়া ইউনিয়ন এবং বাসাইল উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারাও জেলা সদর ও রাজধানীতে যাওয়ার জন্য এই সড়ক ব্যবহার করেন।

বৃহস্পতিবার কুর্নী ও বহনতলী এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে আছে। এতে গর্তের গভীরতা ও অবস্থান বোঝা কঠিন হয়ে পড়েছে চালকদের জন্য। প্রতিনিয়ত যানবাহন এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

কুর্নী গ্রামের বাসিন্দা নাহিদ, হাতকুড়া গ্রামের হারুন অর রশিদ এবং ফতেপুরের নুরু মিয়া জানান, বড় বড় গর্তের কারণে সিএনজি ও অটোরিকশায় চলাচল করতে ভয় লাগে। অনেক সময় গর্তে পড়ে উল্টে গিয়ে দুর্ঘটনাও ঘটছে।

ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক শুভাশিষ কর্মকার বলেন, ‘সড়কটি এতটাই নাজুক যে আমাকে বিকল্প পথে মহেড়া ইউনিয়নের ধল্যা-ছাওয়ালী রাস্তা ঘুরে যেতে হয়। দ্রুত সংস্কার প্রয়োজন।’

এ বিষয়ে মির্জাপুর উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানান, ‘সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে এবং ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী জুলাই মাসে কাজ শুরু হবে।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী