হোম > সারা দেশ > বাগেরহাট

বঙ্গোপসাগরে আটক ৩৪ ভারতীয় জেলেকে থানায় হস্তান্তর

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ট্রলারসহ ভারতীয় জেলে আটক। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গত রোববার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া থেকে এ ট্রলার দুটি আটক করে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। পরে আটক ট্রলার দুটি সোমবার রাত ১১টায় মোংলার দিগরাজের নৌঘাঁটিতে আনা হয়। পরে তাদের মোংলা থানায় নেওয়া হয়।

মোংলা থানার পুলিশ জানায়, বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে রোববার রাতে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক ভারতীয় মাছ ধরার ট্রলারের উপস্থিতি দেখা যায়। এ সময় তারা ওই ট্রলারের দিকে এগোতে থাকলে মাছ ধরার ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চণ্ডী-৩৮’ নামে দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন। এতে ভারতীয় মোট ৩৪ জন জেলে রয়েছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ প্রবেশ ও মাছ শিকারের অভিযোগে মঙ্গলবার সকালে দিগরাজ নৌঘাটির পিও রেজাউল করিম মোংলা থানায় একটি মামলা দায়ের করেন। আটক ভারতীয় জেলেদের বিকেলেই বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মোংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ভারতীয় ট্রলার দুটিতে থাকা ৭ দশমিক ৮ মেট্রিক টন বিভন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আমরা সোমবার রাতেই নিলামে বিক্রি করি। ভ্যাটসহ মোট মাছ বিক্রি করা হয় ১৭ লাখ ৮২ হাজার ৫০০ টাকায়।’

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩