হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি তুরাগে গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালাকালে ধারালো অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় সিয়াম। ছবিতে গোল চিহ্নিত। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ইরফানুল হক গাজী ওরফে সিয়ামকে (২০) রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে তুরাগের ভাটুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ভাটুলিয়া এলাকার জনৈক সৌরভের বাসায় ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করা হয়।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালাকালে ধারালো অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় সিয়াম। ছবিতে গোল চিহ্নিত। ছবি: সংগৃহীত

মনিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার সিয়ামের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলার একটি ছবি ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, সিয়াম ধারালো অস্ত্রসহ হামলা চালাচ্ছে।’

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার