হোম > সারা দেশ > মাদারীপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরে ৩০ গ্রামে ঈদ উদ্‌যাপন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার তাল্লুক গ্রামে ঈদের নামাজ আদায় হয়। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদ্‌যাপন করেছে মাদারীপুরের ৩০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ। আজ শুক্রবার (৬ মে) সবচেয়ে বড় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর সদর উপজেলার তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ঈদের প্রধান জামাত পড়ান তাল্লুক গ্রামের মৌলভীবাড়ির মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।

জানা গেছে, সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রহ.)-এর অনুসারীরা প্রায় দেড় শ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্‌যাপন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা বাহেরচর, তাল্লুক, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, কালিকাপুর, হোসনাবাদ, রঘুরামপুর, আঙ্গুলকাটা, হাজামবাড়ী, বাহেরচর, কেরানীরবাট, কালকিনির রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাটসহ জেলার ৩০ গ্রামের মানুষ ঈদ উদ্‌যাপন করছে।

সুরেশ্বর দরবার শরিফের মুরিদ ও তাল্লুক গ্রামের আক্তার হোসেন বলেন, প্রায় দেড় শ বছর ধরে সৌদি আবরসহ মধ্যপ্রাচের সঙ্গ মিল রেখে রোজা রাখা ও ঈদ উদ্‌যাপন করা হয়। আজও তাই করা হচ্ছে।

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশায় মেঘনায় মধ্যরাতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

ঘন কুয়াশা ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী: পানিনিষ্কাশন সংকট, চরম ক্ষতির মুখে চাষিরা

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭