হোম > সারা দেশ

সাত বিভাগে একদিনে ১৫৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ঢাকা ব্যতীত দেশের সাত বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৫৬ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিভাগগুলোর স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গিয়েছে।

বিভিন্ন বিভাগের পাওয়া তথ্য থেকে জানা যায়, রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭১ জন। আজ সোমবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন সিলেটের, দুজন সুনামগঞ্জের ও অপরজন হবিগঞ্জের বাসিন্দা।

এদিকে খুলনা বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪২ জনের। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ৩৪২ জনের।

অপরদিকে বরিশালে করোনার তথ্য বিশ্লেষণে দেখ যায়, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন ও মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এদের সবাই করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা পজিটিভ হয়ে আরও তিনজন মারা গেছেন। বরিশালে একদিনে ৫৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এ প্রসঙ্গে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ২১৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

করোনায় রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। বিভাগে আগের দিন ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ২৩ জন। নতুন ২১ মৃত্যু নিয়ে বিভাগে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ জনে। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নাটোরে ৬ জন। এ ছাড়া বগুড়ায় ৪ জন, জয়পুরহাট, রাজশাহী ও পাবনায় ৩ জন করে এবং নওগাঁয় ২ জন মারা গেছেন। 

অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮১৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২৩ শতাংশ। আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৫ জন মারা গেছেন। একই সময়ে সর্বোচ্চ ২৩০০ জনের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৮ শতাংশ।

আজ সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত