হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

ঝিনাইদহ প্রতিনিধি

রাশেদ খান। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খানের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে। তাঁরা বলছেন, আদর্শ বিবর্জিত হয়ে স্বার্থসিদ্ধির জন্য তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আর গণঅধিকারের দাবি, তাঁর (রাশেদ খান) বিএনপিতে যোগদান একটি কৌশল। ভোটের পর আবার তিনি নিজ দলে ফিরবেন।

আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। পরে আনুষ্ঠানিকভাবে তাঁকে দল থেকে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

খবরটি ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও দলীয় মনোনয়নপ্রত্যাশীরা। তাঁরা এ মনোনয়ন বাতিল করে বিএনপির স্থানীয় কোনো একজনকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।

এর আগে গত শুক্রবার এই আসনের দুজন মনোনয়নপ্রত্যাশী ও তাঁদের সমর্থকেরা কাফনের কাপড় পরে তাঁকে (রাশেদ খান) প্রত্যাহারের জন্য একজোট হয়ে বিক্ষোভ ও গণপদত্যাগের ঘোষণা দেন।

জানতে চাইলে রাশেদ খান মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয়ে এখন আর কোনো মন্তব্য করতে চাই না। এলাকায় ফিরে কথা বলব। আর যা বলার তা ঢাকাতে বলেছি সাংবাদিকদের।’

তবে তাঁর যোগদানকে নির্বাচনী কৌশল বলে জানান জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় সিদ্ধান্তেই রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আবার যথাসময়ে গণঅধিকারে ফিরবেন। নির্বাচনী কৌশল হওয়ার কারণে তিনি বিএনপিতে যোগ দিলেও আমরা তাঁর পক্ষে নির্বাচনে কাজ করব। রাশেদ খান আবার ব্যাক করবেন বা কী করবেন, এটাও দলীয় সিদ্ধান্তে হবে।’

দলের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘৫ আগস্টের পর এই উপদেষ্টা পরিষদের দায়িত্ব ছিল নূর ও রাশেদ এবং গণঅধিকার পরিষদের নতুন প্রজন্ম রাজনীতিতে যে প্রেক্ষাপট রচনা করেছিল, সেই ত্যাগী নেতাদের সংসদে নেতৃত্বের বিষয় সহজতর করা। কিন্তু তারা বড় দল দলগুলোর দ্বারা বায়াস্ড হয়ে এই পথটাকে কঠিন করেছে। আরপিও জারি করে আজকের এ কৌশল করেছে কুচক্রী মহল। আরপিওর ফাঁদে পড়ে রাশেদকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, রাষ্ট্র বাধ্য করেছে। সে সিদ্ধান্ত নিয়েছে, এখন বিএনপিতে যুক্ত হয়ে সংসদে তার বিপ্লবী চেতনা, শহীদদের বক্তব্য তুলে ধরবে।’

অপর এক প্রশ্নের জাবাবে জেলা সভাপতি বলেন, রাশেদ খান দেশের জন্য ওই জায়গা গেছে। রাশেদ খান এই মুহূর্তে বিএনপি আমরা গণঅধিকার, আমরা সাবেক সাধারণ সম্পাদককে সহযোগিতা করছি না, আমরা সহযোগিতা করছি বিএনপির সঙ্গে সমঝোতার দলীয় সিদ্ধান্তের কারণে।’

এ দিকে রাশেদ খানের যোগদানের বিষয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ মোবাইল ফোনে বলেন, ‘আমি এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না। দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভা ডেকেছি। সভা শেষে বাকি কথা হবে।’

ঝিনাইদহ-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘গণঅধিকার থেকে নির্বাচনে বিজয়ী হতে পারবে না, এ জন্য আদর্শ বিবর্জিত হয়ে স্বার্থসিদ্ধির জন্য তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।’

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিভ পার্থর

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত