হোম > সারা দেশ > জামালপুর

ঘরে ঢুকে চাচা-ভাতিজাকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি 

মাদারগঞ্জে ছুরিকাঘাতে মাসুদ প্রামাণিকের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের মাদারগঞ্জে ঘরে ঢুকে চাচা-ভাতিজাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে চাচা মাসুদ প্রামাণিক (২৩) নিহত হয়েছেন। গুরুতর আহত ভাতিজা রুবেল প্রামাণিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আজ সকালে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের গোয়ালেকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, চাচা-ভাতিজা বসতঘরে ঘুমিয়ে থাকাবস্থায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ প্রামাণিকের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় ভাতিজা রুবেল প্রামাণিককে প্রথমে মাদারগঞ্জ এবং পরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বাবা শোভা প্রামাণিক জানান, রুবেল প্রামাণিকের বড় ভাই বিদেশ থেকে আসছে। তাকে আনার জন্য রাতে তার মা-বাবা  রাজধানীতে  চলে যান। রাতে চাচার সঙ্গে রুবেল ঘুমিয়ে ছিল। সকালে তাদের ডাকাডাকি করে দরজা না খোলায় ভেঙে ঘরে ঢুকে তাদের রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মাসুদ প্রামাণিকের লাশ উদ্ধার করে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘মাসুদ প্রামাণিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। রুবেল প্রামাণিক মুমূর্ষু অবস্থায় জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছি। তদন্তকাজ চলছে। তদন্তের পর বিস্তারিত জানতে পারব।’

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩