হোম > সারা দেশ > ঢাকা

জ্বালানি তেলের মূল্য কমানোর অনুপাতে বাসভাড়া কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের সময় কয়েক দফা জ্বালানি তেলের মূল্য কমানোর সংখ্যানুপাতে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ রোববার (১ জুন) বিকেলে সংগঠনটির পাঠানো বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী, তাই দেশের বাজারে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম কমছে।

সরকার কখনো এক টাকা, কখনো তিন টাকা হারে মূল্য কমানোর কারণে বাসের ভাড়া কমানোর ক্ষেত্রে গড়িমসি করায় দেশের সাধারণ মানুষ জ্বালানি তেলের মূল্য কমানোর সুফল থেকে বঞ্চিত হচ্ছে।

অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকার বাসভাড়া বাড়ানোর তোয়াক্কা না করেই বাসমালিকেরা ভাড়া বাড়িয়ে দেন। ভাড়া কমানোর ক্ষেত্রে তাঁরা নানান অজুহাত খুঁজতে থাকেন। ফলে দেশের গণপরিবহনে সরকারের বেঁধে দেওয়া ভাড়া আর মাঠে আদায় করা ভাড়ায় বিরাট ফারাক গড়ে উঠেছে। অন্যদিকে সরকারের বাসভাড়া নির্ধারণ কমিটিতে যাত্রীসাধারণের কোনো প্রতিনিধিত্ব না রাখায় দেশের যাত্রীসাধারণ এই ক্ষেত্রে অন্ধকারে থাকেন।

বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া নির্ধারণে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতাদের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়ানো ও কমানোর পূর্ণাঙ্গ তালিকা স্বচ্ছতার স্বার্থে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতিকেও দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গতকাল শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব প্রকার জ্বালানি তেলের দাম কমেছে। প্রতি লিটার ডিজেলের দাম লিটারে কমেছে দুই টাকা। আর অকটেন ও পেট্রলের দাম লিটারে কমেছে তিন টাকা। আজ থেকে এই দাম কার্যকর হয়েছে। প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম ঘোষণা করে এই বিভাগ।

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার