হোম > সারা দেশ > ঢাকা

সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তাঁর স্ত্রীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নূর মোহাম্মদ। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ও তাঁর স্ত্রী ইসমত আরা বেগমের নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (৩ জুন) দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলা দুটি দায়ের করেন। কমিশনের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে নূর মোহাম্মদ ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৪৪৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তাঁর ১৭টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হয়েছে প্রায় ১৬ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ১৩৪ টাকা।

অপর মামলাটি করা হয়েছে নূর মোহাম্মদের স্ত্রী ইসমত আরা বেগমের নামে। মামলার এজাহারে বলা হয়েছে, তিনি তাঁর স্বামীর প্রভাব খাটিয়ে ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ১৮ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেন।

এসব সম্পদ ভোগদখলে রাখার অপরাধে নূর মোহাম্মদ ও তাঁর স্ত্রী ইসমত আরাকে আসামি করা হয়েছে। এছাড়া ইসমত আরা ২১টি ব্যাংক হিসাবে ১৮ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ