হোম > সারা দেশ

হেফাজত নেতাদের অবৈধ সম্পদ অনুসন্ধানের বিষয়ে ভাবছে দুদক

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের নেতাদের ‘অবৈধ সম্পদ’ অনুসন্ধানের বিষয়ে ভাবছে দুর্নীতি দমন কমিশন (দদুক)। সংগঠনটির সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ বেশ কয়েকজন নেতার ব্যাংক হিসাবে অস্বাভাবিক টাকার লেনদেনের অভিযোগ যাচাই করে অনুসন্ধানে যাবে দুদক।

আজ সোমবার সংস্থাটির কমিশনার ড. মোজাম্মেল হক খান আজকের পত্রিকাকে বলেন, হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধানের বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে। কোনও তদন্ত কমিটি হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এখনও সেভাবে কিছুই হয়নি। আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

দুদক কমিশনার আরও জানান, বিলুপ্ত হওয়া কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যাংক হিসাবে ছয় কোটি টাকার লেনদেন, মানি লন্ডারিং ও অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান এবং অন্য নেতাদের ব্যাংক হিসাব তলব করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ৪ এপ্রিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে জুনায়েদ বাবুনগরীসহ অন্যান্য নেতার ব্যাংক হিসাব তলব করা হয়। তাদের ব্যাংক হিসাবে জমা থাকা টাকা, লেনদেনের হিসাবসহ যাবতীয় তথ্য চেয়ে সব তফসিলি ব্যাংককে চিঠি দিয়েছে বিএফআইইউ।
ব্যাংক হিসাব তলব করা অন্য নেতাদের মধ্যে রয়েছেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সহসভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইআতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

‎আরমানিটোলায় বহুতল ভবনে আগুন‎, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

বিচার পেতে জীবনের ঝুঁকি

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা