হোম > সারা দেশ > বাগেরহাট

পূর্ব সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ ও ট্রলার জব্দ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

পূর্ব সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ ও ট্রলার জব্দ করল বন বিভাগ। ছবি: আজকের পত্রিকা

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া এলাকায় চোরা শিকারিদের ট্রলার ও হরিণ শিকারের বিপুল ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব ফাঁদ জব্দ করা হয়।

অভিযানের প্রধান পূর্ব বন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাদুজ্জামান (ফরেস্টার) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, সুন্দরবনে হরিণ শিকারের ঘটনা এখন নিয়মিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বন বিভাগের জন্য। শিকারিরা বিভিন্নভাবে ফাঁদ পেতে হরিণ শিকার করেন এবং মাংস পাচার করে থাকেন।

পূর্ব সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ ও ট্রলার জব্দ করল বন বিভাগ। ছবি: আজকের পত্রিকা

পূর্ব সুন্দরবন বিভাগের বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি ঘোষণা করেন, পূর্ব সুন্দরবনে হরিণ ধরার এক কেজি নাইলনের জালের বিনিময়ে মিলবে ২ হাজার টাকা। হরিণ শিকার প্রতিরোধে সুন্দরবন বিভাগ এমন ঘোষণার এক দিন পরেই গতকাল জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিমপাড় এলাকায় এই অভিযান চালানো হয়।

পূর্ব সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ ও ট্রলার জব্দ করল বন বিভাগ। ছবি: আজকের পত্রিকা

অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা একটি ইঞ্জিনচালিত ট্রলার, হরিণ ধরার ফাঁদ ও বরফ ফেলে বনের গহিনে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে ৬ বস্তা হরিণ ধরার ফাঁদ, ১০ মণ বরফ ও ট্রলারটি জব্দ করা হয়।

এ বিষয়ে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব আজকের পত্রিকাকে বলেন, দুষ্কৃতকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ফাঁদ ও ট্রলারের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘বন, বনজ সম্পদ ও বন্য প্রাণী রক্ষায় আমরা সর্বদা সজাগ। চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড