হোম > সারা দেশ > নাটোর

পর্নোগ্রাফি মামলায় নবেসুমির সিডিএ গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি

পুলিশের হাতে গ্রেপ্তার শাফিউদৌলা। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে পর্নোগ্রাফি মামলায় নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) পদে কর্মরত মো. শাফিউদৌলাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১০ মে) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান।

শাফিউদৌলা উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মো. আবু বকর সিদ্দিকের ছেলে।

লালপুর থানা ও এজাহার সূত্রে জানা যায়, নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মরত এক নারীর সঙ্গে ২০২২ সালে শাফিউদৌলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় শাফিউদৌলা ওই নারীর (৩৫) ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন। শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ফেসবুক আইডি থেকে সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভুক্তভোগী লালপুর থানায় একটি মামলা করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই পুলিশ সিডিএ শাফিউদৌলাকে আটক করে।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী (৪০) বলেন, ২০২২ সালের ডিসেম্বরে আমার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালে কৌশলে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন শাফিউদৌলা। সে সময় সামাজিকমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করলে বিষয়টি নিয়ে সালিস মীমাংসা করা হয়। সম্প্রতি আবার তাঁর মোবাইল ফোনে একাধিক নাম্বার থেকে চাঁদা দাবি করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানায় অভিযোগ করা হয়।

এ বিষয়ে শাফিউদৌলার স্ত্রী বলেন, ‘২০২৩ সালে সালিসবর্গের কাছে সব ডকুমেন্টস অর্পণ করে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। এত দিন পরে হঠাৎ কারা আবার ভিডিও ছড়িয়েছে আমরা কেউ জানি না। আমার স্বামী এর সঙ্গে জড়িত নন।’

এ বিষয়ে পুলিশ পরিদর্শক মমিনুজ্জামান বলেন, শনিবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। আইটি বিশেষজ্ঞদের সহায়তায় বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার