হোম > সারা দেশ > লালমনিরহাট

ভাতিজিকে চাকরির পরীক্ষায় নেওয়ার পথে প্রাণ গেল চাচার

লালমনিরহাট প্রতিনিধি 

দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভাতিজিকে চাকরির পরীক্ষায় নিয়ে যাওয়ার পথে বাসচাপায় চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় ভাতিজি আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী স্বর্ণামতি ব্রিজের পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাচা রমজান আলী (৫২) কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটোয়ারীটারী গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত ভাতিজি একই গ্রামের খোরশেদ আলীর মেয়ে খাদিজা তুল কোবরা (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকরির পরীক্ষায় অংশ নিতে চাচা রমজান আলীর সঙ্গে মোটরসাইকেলে লালমনিরহাটে যাচ্ছিলেন পরীক্ষার্থী খাদিজা তুল কোবরা। স্বর্ণামতি ব্রিজের পশ্চিম পাড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী নাভিলা পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রমজান আলী নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা ভাতিজি খাদিজা।

স্থানীয়রা এসে আহত খাদিজাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বাসটি জব্দ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

কেরানীগঞ্জে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিক্ষক রিমান্ডে

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢামেকে মৃত্যু

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চট্টগ্রাম বন্দরে অফডক বন্ধের কর্মসূচি থেকে সরলেন ডিপোমালিকেরা

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা