হোম > সারা দেশ

দুই জেলায় সাপের দংশনে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ও পটুয়াখালী: দুই জেলায় সাপের দংশনে প্রাণ হারিয়েছে আট ও নয় বছর বয়সী দুই শিশু। এর মধ্যে চুয়াডাঙ্গায় শিশু জিহাদ (৮) বাড়িতে খেলার সময় সর্পদংশনের শিকার হয়। জিহাদ চুয়াডাঙ্গা সদর উপজেলার সুজায়েতপুর গ্রামের শুকুর আলীর ছেলে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে খেলছিল জিহাদ। এসময় বিষধর সাপ তাকে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জিহাদকে মৃত ঘোষণা করেন।

এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরের পাশে খেলতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে প্রাণ হারায় শিশু আব্দুল হামিদ (৬)। গতকাল বুধবার বিকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল হামিদ ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ঘরের পাশে খেলা করছিল শিশু আব্দুল হামিদ। এসময় রান্নাঘরের বারান্দায় একটি গর্তে তার পা পড়ে। পা সরাতেই সাপ ছোবল দেয়। মা-বাবা তাকে জিজ্ঞেস করলে বলে, মুরগি ঠোকর দিয়েছে। এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয়। অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক-২

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’