হোম > সারা দেশ

দুই জেলায় সাপের দংশনে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ও পটুয়াখালী: দুই জেলায় সাপের দংশনে প্রাণ হারিয়েছে আট ও নয় বছর বয়সী দুই শিশু। এর মধ্যে চুয়াডাঙ্গায় শিশু জিহাদ (৮) বাড়িতে খেলার সময় সর্পদংশনের শিকার হয়। জিহাদ চুয়াডাঙ্গা সদর উপজেলার সুজায়েতপুর গ্রামের শুকুর আলীর ছেলে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে খেলছিল জিহাদ। এসময় বিষধর সাপ তাকে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জিহাদকে মৃত ঘোষণা করেন।

এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরের পাশে খেলতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে প্রাণ হারায় শিশু আব্দুল হামিদ (৬)। গতকাল বুধবার বিকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল হামিদ ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ঘরের পাশে খেলা করছিল শিশু আব্দুল হামিদ। এসময় রান্নাঘরের বারান্দায় একটি গর্তে তার পা পড়ে। পা সরাতেই সাপ ছোবল দেয়। মা-বাবা তাকে জিজ্ঞেস করলে বলে, মুরগি ঠোকর দিয়েছে। এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয়। অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা

বছরের প্রথম দিনেই পঞ্চগড়ে তাপমাত্রা কমে এক অঙ্কের ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর