হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া রেল ব্রিজের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তুলসীগঙ্গা নদীর ওপর রেল ব্রিজের পশ্চিম পাশে অপরিচিত এক ব্যক্তি রেললাইনের ওপরে বসে ছিলেন। স্থানীয়রা ট্রেন আসছে বলে চিৎকার দিয়ে তাঁকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

স্থানীয় বাসিন্দা আবু রায়হান বলেন, ‘খুব সকালে এক ব্যক্তি রেল ব্রিজের পশ্চিম পাশে লাইনের ওপর বসে ছিলেন। ট্রেন আসার সময় আমাদের গ্রামের এক ব্যক্তি তাঁকে ডাকছিলেন, তখন তিনি শুনতে পাননি। মুহূর্তের মধ্য ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা যান।’

জানতে চাইলে আক্কেলপুর রেল স্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আজ ভোর ৫টা ২৮ মিনিটে আক্কেলপুর স্টেশন থ্রু-পাস করে। ওই ট্রেনেই তিনি কাটা পড়তে পারেন। ঘটনাটি সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় জানানো হয়েছে।’

সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হলহলিয়া রেল ব্রিজে এসেছি। ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। আমরা মরদেহের আঙুলের ছাপ নিয়েছি এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

মাহদীর মুক্তির দাবিতে বৈছাআ নেতা-কর্মীদের শাহবাগ অবরোধ

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিনের মনোনয়ন বাতিল

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী