হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

রাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার দুই যুবক। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকার মৃত হেলালের ছেলে পারভেজ এবং গোরাছা ফকিরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ সাকিব।

শুক্রবার (১৩ জুন) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কিছু মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনার উদ্দেশ্যে মীরধারপাড়ার সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যানের বাড়ির পেছনের ডোবার পাশে অবস্থান করছে। এরপর রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে পারভেজ ও মোহাম্মদ সাকিবকে গ্রেপ্তার করা হয়। পারভেজের কোমরে রাখা একটি বিদেশি পিস্তল এবং সাকিবের পকেট থেকে একটি ম্যাগজিনে লোড করা এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ও গুলির কোনো বৈধ লাইসেন্স নেই। এ ঘটনায় রাউজান থানায় এসআই সাইফুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা