হোম > সারা দেশ > মেহেরপুর

কাশফুলে সেজেছে প্রকৃতি, গাংনীতে ছবি তোলার হিড়িক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

শরতের নীল আকাশে সাদা মেঘ যেমন মুগ্ধতা ছড়ায়, তেমন নদী-নালা, খাল,-বিলসহ বিভিন্ন জায়গায় শোভা বর্ধন করে কাশফুল। কাশফুলের অপরূপ এই শুভ্র সৌন্দর্য চোখে পড়ে মেহেরপুরের গাংনী উপজেলায়ও। আর কাশফুলের এই অসাধারণ দৃশ্য উপভোগ করত এসব জায়গায় ভিড় করছে সৌন্দর্যপিয়াসী মানুষ। মনের আনন্দে কাশফুলের সঙ্গে ছবি তুলছে তারা।

তেরাইল মাঠে ছবি তুলতে আসা মো. হাবিবুর রহমান বলেন, ‘কাশফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। বাতাসে যখন সাদা কাশফুলগুলো দোলা দেয়, তখন দেখতে সত্যিই অসাধারণ লাগে। আর এই কাশফুলের মধ্যে ছবি তুলতেও ভালো লাগে। তাই বন্ধুরা মিলে ছবি তুলতে এসেছি।’

করমদী গ্রামের মোহাম্মদ এজাজ আহমেদ নামে এক ব্যক্তি বলেন, ‘নীল আকাশে সাদা মেঘের ভেলা যেমন মনকে দোলা দেয়, তেমনি বাতাস সাদা কাশফুলকে নাড়িয়ে দেওয়ার দৃশ্যও মনকে আকৃষ্ট করে। তবে নগরায়ণের ফলে দিনে দিনে হারিয়ে যাচ্ছে এই সৌন্দর্য। প্রকৃতির এই সুন্দর বিষয়গুলো টিকিয়ে রাখা আমাদের সবার কর্তব্য।’

ডি জে এম সি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহিনুজ্জামান বলেন, কাশফুল যখন দেখি, তখন মনে হয় সৃষ্টিকর্তা কী অপরূপ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছেন এই প্রকৃতিকে। রাস্তার ধারে কাশফুল যেন সেই ছোট্টবেলার কথা মনে করিয়ে দেয়। এখন উপজেলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কাশফুল। আর এর সৌন্দর্য দেখতে ও ছবি তোলার জন্য ভিড় করছেন তরুণ-তরুণীরা।

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে ড্রামের ভেতর মিলল লাশ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু