হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রাম থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৪, জড়িত নয় দাবি করলেও তদন্ত কমিটি বিএনপির

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা, ভাঙচুর ও আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করে পৌর বিএনপি। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হামিদুর রহমান প্রধান বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের নামে এ মামলা দায়ের করেন।

এদিকে একই অভিযোগে একইদিন হাতীবান্ধা থানাতেও পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি করেছেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাহেদুল ইসলাম।

দুই মামলাতেই সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে মারধর, সরকারি সম্পদের ক্ষতি ও চুরি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। এদিন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‍্যাবের সহযোগিতায় অজ্ঞাতনামা আসামিদের মধ্যে তিনজন এবং ২৭ জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।

আসামিরা হলেন বাউরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পাটগ্রাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মানিক, পাটগ্রাম পৌর ধরলা মোড় এলাকার স্থানীয় বাজারের নৈশপ্রহরী আবুল কালাম এবং ২৭ জনের উল্লেখ করা নামের মধ্যে পাটগ্রামের ভেতর বাজারের রেস্তোরাঁর কর্মচারী আব্দুর রশিদ। গ্রেপ্তার ব্যক্তিদের আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ।

এদিকে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ দুপুরে পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি সংবাদ সম্মেলন করেছে। পাটগ্রাম পূর্ব বাজারের বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি দাবি করে বলেন, থানায় হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু কিছু গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না।

এ ছাড়া এই ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া পোস্টকে ‘অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক’ বলে উল্লেখ করেন হাসান রাজীব প্রধান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।

মা-মেয়ে খুন: বোরকা পরে ঢুকে স্কুলড্রেসে বেরিয়ে যান একজন, গৃহকর্মী বলে সন্দেহ

আয়ে ২ কোটি টাকার গরমিল, সাবেক মন্ত্রীর এপিএস নুর খানের বিরুদ্ধে দুদকের মামলা

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

মোহাম্মদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন প্ল্যাটফর্মে ২৩ শতাংশ শিশু মারাত্মক ঝুঁকিতে: গবেষণা

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ ইটভাটা