হোম > সারা দেশ > ভোলা

ভোলায় পাঁচ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

ভোলা প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট ও পরানগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে মো. শাকিল (৩০), বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের বাসিন্দা ভবেশ চন্দ্র সোমের ছেলে শুভ দিগন্ত (২৩) এবং ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে মো. ওয়াসিম (২১)।

বুধবার (২১ মে) দুপুরে ভোলা সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাঁরা আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। সবাই চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাঁদের অন্যান্য সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

সেই দুই আনসার সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চাকরি থেকে বরখাস্ত

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত