হোম > সারা দেশ > কক্সবাজার

নিম্নচাপের প্রভাব: কক্সবাজারে মুষলধারে বৃষ্টি, প্লাবিত ৩০ গ্রাম, পাহাড়ধসের শঙ্কা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের সতর্ক করে লাল পতাকা উঁচিয়ে দিয়েছে জেলা প্রশাসন। ছবিটি বৃহস্পতিবার দুপুরে সৈকতের লাবণি পয়েন্ট থেকে তোলা।-আজকের পত্রিকা।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজার জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়ে যাওয়ায় সেন্ট মার্টিনসহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানিতে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল শনিবার পর্যন্ত ভারী ও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এদিকে জেলার মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর, টেকনাফ ও পেকুয়া উপজেলায় ভাঙা বা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে গ্রামগুলো প্লাবিত হয়। কিছু এলাকায় সমুদ্রের পানি বেড়িবাঁধ উপচে ঢুকে পড়েছে। মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এবং সমুদ্রসৈকতের অন্তত তিন কিলোমিটার ঝাউবন উপড়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় এক থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ কারণে কক্সবাজারসহ চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ্উদ্দিন জানান, উপকূলীয় এলাকায় প্লাবিত গ্রামগুলোর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ