হোম > সারা দেশ > শরীয়তপুর

মামলা দিয়ে হয়রানির অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া বায়না দলিল তৈরি ও মিথ্যা মামলার অভিযোগে গ্রেপ্তার আসামিরা। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের নড়িয়ায় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া বায়না দলিল তৈরি এবং তা ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ও গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামের মতিউর রহমান ব্যাপারী (৬০), দক্ষিণ চাকধ গ্রামের সাবিনা আক্তার (২৬) ও কলুকাঠি গ্রামের শিল্পী বেগম (৪২)। সাবিনার শিশুসন্তান থাকায় তাঁকে আদালত জামিন দিয়েছেন। অন্যদের কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নড়িয়ার দক্ষিণ চাকধ গ্রামের ফজলুল করিম হাওলাদারের ছেলে উজ্জ্বল হাওলাদারের সঙ্গে একই এলাকার মজিদ হাওলাদারের ছেলে বাবু হাওলাদারের জমিজমা-সংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধের ধারাবাহিকতায় বাবু হাওলাদার, তাঁর স্ত্রী সাবিনা আক্তার, শ্বশুর মতিউর রহমান ব্যাপারী, বোন শিল্পী বেগমসহ তাঁদের লোকজন মিলে উজ্জ্বল হাওলাদারের স্বাক্ষর জালিয়াতি করে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি ভুয়া বায়না দলিল তৈরি করেন। পরে বাবু সাবিনা ২০২৪ সালের ৭ মার্চ স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তৈরি করা বায়না দলিল শরীয়তপুর আদালতে দাখিল করে উজ্জ্বল হাওলাদারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

পরে উজ্জ্বল হাওলাদার বাদী হয়ে বাবু হাওলাদার, তাঁর স্ত্রী সাবিনা আক্তার ও শ্বশুর মতিউর রহমান ব্যাপারী ও বোন শিল্পী বেগমসহ ছয়জনের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া বায়না দলিল তৈরি এবং তা ব্যবহার করে মামলা দিয়ে হয়রানির অভিযোগে শরীয়তপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাল্টা মামলা করেন। মামলার তদন্তে সিআইডির ফরেনসিক পরীক্ষায় স্বাক্ষর জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া বায়না দলিল তৈরির অভিযোগে করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে এক নারীর শিশুসন্তান থাকায় আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন। অন্য দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু