হোম > সারা দেশ > পঞ্চগড়

সন্তানের গলায় ছুরি ধরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

পঞ্চগড় প্রতিনিধি 

প্রতীকী ছবি

পঞ্চগড়ে দুই বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার তিনমাইল এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আজ শনিবার বিকেলে ভুক্তভোগী পঞ্চগড় সদর থানায় মামলা করেছেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) ও সাদেকুল ইসলাম (২৮)।

ওই নারী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তিনি বোদা উপজেলায় ভাড়া বাসা থেকে অসুস্থ দুই বছর বয়সী ছেলেকে নিয়ে ইজিবাইকে করে সদর উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। তিনমাইল এলাকায় পৌঁছালে পেছনে থাকা ভ্যানে পূর্বপরিচিত খয়রুল ইসলাম তাঁকে ডাকেন। ইজিবাইক থামালে পাঁচ-ছয়জন যুবক মিলে তাঁকে জোর করে একটি নির্জন জায়গায় নিয়ে সন্তানের গলায় ছুরি ধরে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে তাঁকে রাস্তার ধারে ফেলে পালিয়ে যান অভিযুক্তরা। রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় ওই নারী ও তাঁর সন্তানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ‘আমার বাচ্চার গলায় ছুরি ধরেছিল তারা। তখন আমি নিরুপায় হয়ে পড়ি। চিৎকার করতে চাইলে আমাকে তারা ভয়ভীতি দেখায়। একের পর এক ধর্ষণ করে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক বলেন, ‘রাতে পুলিশ অচেতন অবস্থায় এক নারীকে হাসপাতালে আনে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। আপাতত তিনি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, ‘৯৯৯ থেকে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং অচেতন অবস্থায় এক নারী ও তাঁর শিশুকে উদ্ধার করি। চিকিৎসকদের মাধ্যমে জানা যায়, ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন।’ তিনি বলেন, ওই নারীর চেতনা ফেরার পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত স্মৃতিসৌধের ফটক, আশপাশের সড়কে যান চলাচল শুরু

১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি: আসিফ নজরুল

প্রতিপক্ষ পেছন দিক থেকে আঘাত করার অপচেষ্টা করছে: রিজওয়ানা হাসান

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা