হোম > সারা দেশ > ঢাকা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অনশনে শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট। আজ মঙ্গলবার প্রেসক্লাবের সকাল ৯ থেকে বিভিন্ন জেলা থেকে আসা অন্তত ৫ শতাধিক শিক্ষক প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে অংশ নেন। 

কুড়িগ্রামের গোপারানী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুন নবী আলী। কামিল পাস করে ১৯৯৩ সালে শুরু করেছিলেন শিক্ষকতা। চাকরি জীবনের শুরুতে মাদ্রাসা থেকে পেতেন মাত্র ৭০০ টাকা। যা এখন হয়েছে ২৫০০ টাকায়। 

নবী আলী বলেন, ‘কামিল পাস করে অনেক স্বপ্ন নিয়ে শিক্ষকতা পেশায় এসেছিলাম। ১৯৯৩ সাল থেকে প্রতিষ্ঠান সরকারি হবে, হয়, হচ্ছে শুনছি। বাধ্য হয়ে শিক্ষকতার পাশাপাশি কৃষি কাজ করতে হয়। যা বেতন পাই সেটা মানুষকে বলার মতো না। তাই আজ বাধ্য হয়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে যোগ দিয়েছি।’ 

এ অনশনে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক শতাধিক শিক্ষক অংশ নিয়েছে। 

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের সদস্যসচিব মো. তাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা অবহেলিত। তাঁরা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয় কর্ম দাবি করেছিলেন। কিন্তু জাতীয় কর্ম দূরের কথা, এমপিওভুক্ত পর্যন্ত হয় নাই। 

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা বলেন, ২০১৮ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে শিক্ষকদের আশা ও প্রত্যাশার প্রতিফলন হয়নি। তাঁরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। 

অনশন কর্মসূচিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মো. মোখলেছুর রহমান ৮ দফা দাবি জানান। দাবিগুলো হলো, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডেটাবেইস চূড়ান্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, নিবন্ধনপ্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তিকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার একজন অফিস সহায়কের পদ সৃষ্টি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার অটো পাসের প্রজ্ঞাপন জারি। 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর