হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

স্বর্ণঘোষ গ্রামে ইলেকট্রিশিয়ান আক্তার সরদারের মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশী, স্বজনেরা তাঁর বাড়িতে ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরে বিদ্যুতায়িত হয়ে আক্তার সরদার (৩০) নামের এক ইলেকট্রিশিয়ানের (বিদ্যুৎ মিস্ত্রি) মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামে এ ঘটনা ঘটে।

আক্তার সরদার ওই গ্রামের মৃত নূর হোসেন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ এলাকার গিয়াস উদ্দিন সরদারের বাড়িতে বিদ্যুতের কাজে যান আক্তার সরদার।

গিয়াস উদ্দিন সরদার বাড়িতে নতুন একটি পাকা ঘর নির্মাণ করেছেন। তাঁর পুরোনো ঘরের বিদ্যুতের মিটার থেকে নতুন ঘরে বিদুতের সংযোগ দেওয়ার কাজ করছিলেন আক্তার সরদার। একপর্যায়ে বিদ্যুতায়িত হলে স্থানীয় বাসিন্দারা আক্তার সরদারকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগে আক্তার সরদারের বাবা নূর হোসেন সরদার মারা গেছেন। তাঁর মা মানসিক প্রতিবন্ধী। তাঁর স্ত্রী, এক ছেলে ও ছোট দুই বোন রয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বিদ্যুতায়িত হয়ে আক্তার সরদার নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন