হোম > সারা দেশ > নাটোর

জনগণ পিআর পদ্ধতি বোঝে না, ফেয়ার নির্বাচন চায়: দুলু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের জনগণ পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করা বোঝে, পিআর পদ্ধতিতে নির্বাচন বোঝে না। সাধারণ জনগণ ফেয়ার (স্বচ্ছ) নির্বাচন চায়।

আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ২০১৪ ও ২০১৮ সালের প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করা হলেও ২০০৮ সালের কমিশনারকে কেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে না?

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য ও মহিলা দলের সভাপতি সুফিয়া হক, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র আব্বাছ আলী নান্নু, কৃষক দলের আহ্বায়ক হাসান আলী, সদস্যসচিব আবু হেনা মোস্তফা কামাল, পিপরুল ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাজাহান আলী প্রমুখ।

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

এই মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত