হোম > সারা দেশ > ঢাকা

ফের ৪ দিনের রিমান্ডে সাবেক সিইসি নূরুল হুদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা। ফাইল ছবি

২০১৮ সালে বিতর্কিত নির্বাচন আয়োজন করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ফের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম।

বিগত শেখ হাসিনা সরকারের আমলে বিতর্কিত তিন নির্বাচন আয়োজনের জন্য নূরুল হুদাসহ সাবেক তিন সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

সেদিনই সন্ধ্যার দিকে উত্তরার স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার নেতৃত্বে একদল ব্যক্তি নূরুল হুদার বাড়িতে গিয়ে তাঁকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। পরে বিএনপি নেতা সালাহ উদ্দিন খানের করা মামলায় সাবেক এই সিইসিকে গ্রেপ্তার দেখানো হয়।

পরদিন সোমবার নূরুল হুদাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আজ দুপুরের দিকে তাঁকে আদালতে হাজির করানো হলে পুনরায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার।

সেই আবেদন বাতিল চেয়ে সাবেক সিইসির জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ওই মামলার অন্যতম আসামি ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই