হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ডিসি নাজমুলসহ দুজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডেপুটি কমিশনার মো. নাজমুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন ডা. জোবায়ের আহমেদ। মামলার অন্য আসামি হলেন ফারজানা সাকি। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের বান্ধবী বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।

বাদীর আইনজীবী ফারুক আহমেদ আজকের পত্রিকাকে জানান, বিচারক মো. জাকির হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ মামলার তদন্ত করবেন।

মামলার অভিযোগে বলা হয়, ডা. জোবায়ের আহমেদ ২০২০ সালের ১০ আগস্ট থেকে কুমিল্লার বড়ুরা থানায় নিজ প্রতিষ্ঠান ডা. জোবায়ের মেডিকেয়ার অ্যান্ড প্যাথলজি সেন্টারে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ২০২২ সালের ৪ ডিসেম্বর বাদীকে দেখা করতে বলেন পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম। বাদী দেখা না করায় নাজমুল তাঁকে হুমকি দেন। পরে বাদী একই বছরের ১৫ ডিসেম্বর নাজমুল ইসলামের সঙ্গে তাঁর অফিসে দেখা করতে যান। সেখানে যাওয়ার পর দেখতে পান, ফারজানা সাকি আগে থেকেই সেখানে রয়েছেন। জোবায়ের আহমেদ তাঁকে ডেকে আনার কারণ জানতে চাইলে নাজমুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। ফারজানা সাকি মারধরের দৃশ্য ভিডিও করেন।

নাজমুল ইসলাম ১৬ ডিসেম্বর বাদী জোবায়ের আহমেদকে ফোন করে মামলা দেওয়ার হুমকি দেন। ফারজানা ও পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম বাদীকে হয়রানি করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, নাজমুল ইসলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় প্রভাব খাটিয়ে ফারজানা খান নামে এক মহিলার মাধ্যমে জোবায়ের আহমেদের বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা দায়ের করান। ২০২৩ সালের ১৯ জানুয়ারি জোবায়ের আহমেদকে কুমিল্লা থেকে ঢাকায় ডেকে নিয়ে আসেন। এরপর ওই দিন ধানমন্ডির একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার হন তিনি। পরে তাঁকে হেফাজতে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। পরে ডা. জোবায়েরকে রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ওই বছরের ৩ এপ্রিল জামিন পান ডা. জোবায়ের আহমেদ।

মামলার অভিযোগে বলা হয়, বাদী এত দিন মামলা করার সাহস পাননি। সরকার পরিবর্তন হওয়ার কারণে তিনি মামলা দায়ের করলেন।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন