হোম > সারা দেশ > ময়মনসিংহ

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

আমিনুল ইসলাম শাহান। ছবি: সংগৃহীত

দীর্ঘ আট মাস কারাভোগের থেকে মুক্তি পেয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান। গতকাল শুক্রবার ময়মনসিংহ জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।

এদিকে আজ শনিবার বেলা ৩টায় নিজের আইডিতে ৫০ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত হতে নির্দেশনা দেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিকেল ৫টা পর্যন্ত ভিডিওতে ৩৯৪টি মন্তব্য, ৮৪টি শেয়ার ও ১৪ হাজার ভিউ হয়।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারপরও কর্মীদের কার্যক্রম চালানোর জন্য এবং সংগঠনের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান বেআইনি এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। প্রশাসনকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেছি।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন কারাভোগ করে পর্দার আড়ালে থেকে ভিডিও বার্তা সে দিতেই পারে। তবে প্রকাশ্যে অরাজকতা সৃষ্টি করলে পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর সন্ত্রাসবিরোধীর আইনে যৌথ বাহিনীর হাতে নিজের বাসা থেকে আমিনুল ইসলাম শাহান গ্রেপ্তার হন। সে থেকেই ময়মনসিংহ জেলা কারাগারে ছিলেন।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

যশোর বিএনপি:৩ আসনে প্রার্থী বদল মাঠে বঞ্চিত ১০ জন

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের