হোম > সারা দেশ > ঢাকা

সালমান-আনিসুল-মামুন আবার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এসব আদেশ দেন।

সালমান, আনিসুল ও আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন।

আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর চেয়ে আবেদন করেন। তবে আনিসুল ও সালমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

শুনানি শেষে ভাটারা থানার মনির হোসাইন হত্যা মামলায় সালমানের তিন দিনের, বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় আনিসুলের দুই দিনের এবং যাত্রাবাড়ী থানার মো. রাসেল হত্যা মামলায় মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদেশ শেষে আবার তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়। তদন্ত কর্মকর্তারা কারাগার থেকে তাঁদের রিমান্ডে নেবেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এ ছাড়া তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কদমতলী থানার একটি মামলায় আনিসুল, সালমান ও মামুনকে, যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমানকে, ছয় মামলায় আনিসুলকে এবং পাঁচ মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

অন্যদিকে বাড্ডা থানার এক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন একই আদালত।

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির