হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় অস্ত্র-১৪ লাখ টাকাসহ নবী হোসেন বাহিনীর চার সদস্য আটক

টেকনাফ-উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্র ও নগদ ১৪ লাখ টাকাসহ ‘ডাকাত নবী হোসেন বাহিনী’র চার সদস্যকে আটক করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও নগদ ১৪ লাখ টাকাসহ ‘ডাকাত নবী হোসেন বাহিনী’র চার সদস্যকে আটক করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এই অভিযান চালানো হয়। পরে রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয় যৌথ বাহিনীর ক্যাম্প অধিনায়কের বরাত দিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও আটকের তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৪ ব্লকের নুর বশরের ছেলে মনসুর আহমদ (৩২), একই ক্যাম্পের সি-১৬ ব্লকের মো. নাজিমউদ্দিনের ছেলে ইয়াছের আরাফাত (৩৫), বালুখালী ১১ নম্বর ক্যাম্পের ই-ব্লকের মো. ইউসুফের ছেলে মো. আনাস (৩০) এবং সি-৬ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নবী হোসেন বাহিনীর কয়েকজন সদস্য বালুখালী ক্যাম্পের সি-৬ ব্লকে পেশাদার ব্যবসায়ী ইলিয়াছের সঙ্গে একটি বিদেশি অস্ত্রের চালান লেনদেনের চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন বসতঘর ঘিরে ফেললে একজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে ইউজেডটিআই (UZTI) মডেলের একটি বিদেশি এসএমজি এবং নগদ ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়। সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি মিয়ানমার সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্রের ধরন।

সূত্র জানায়, অস্ত্রটি নবী হোসেনের গোপন আস্তানায় নেওয়া হচ্ছিল। নবী হোসেন বর্তমানে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ)’র প্রধান কমান্ডার হিসেবে কাজ করছেন। আগে সীমান্তের ওপারে মিয়ানমারে অবস্থান করলেও সম্প্রতি তিনি উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর ক্যাম্পে গোপন ঘাঁটি গড়ে তুলেছেন। সেখান থেকে তিনি অপরাধ কার্যক্রম পরিচালনার পাশাপাশি রোহিঙ্গা যুবকদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন।

ওসি মুহাম্মদ আরিফ হোছাইন জানান, অভিযানে আটক চারজনকে রাত পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ