হোম > সারা দেশ > ঢাকা

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মুনিরুল মাওলা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুনিরুল মওলা। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনিরুল মাওলাকে কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাঁকে আদালতে হাজির করার পর ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরের পরে দুদক মুনিরুল মাওলাকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. ইয়াসির আরাফাত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল রোববার রাত সোয়া ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এরপর তাঁকে দুদকে হস্তান্তর করা হয়। দুদক এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করে।

চট্টগ্রামের ইসলামী ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে প্রায় ১ হাজার ১১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম এবং ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মাওলাসহ ৫৪ জনের বিরুদ্ধে গত ১৮ জানুয়ারি মামলা করে দুদক।

আসামিদের মধ্যে আরও আছেন মেসার্স ইউনাইটেড সুপার ট্রেডার্সের মালিক মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, কেকিউএমএইচ হাবিবুল্লাহ, বর্তমান এসভিপি ও শাখাপ্রধান সোহেল আমান, সাবেক শাখাপ্রধান শাহাদাত হোসেন। বাকি আসামিদের মধ্যে অন্তত ৩০ জন ইসলামী ব্যাংকের কর্মকর্তা।

এর আগে ভুয়া কাগজ দিয়ে ১ হাজার ৯২ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডিসেম্বরে এস আলমের ছেলে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করেছিল দুদক।

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০