হোম > সারা দেশ > ময়মনসিংহ

পার্কের ঘোড়া ভেঙে ফেলল বন্য হাতি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

কড়ইতলী পার্কে ভাঙা ঘোড়া। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটের কড়ইতলী পার্কে অন্তত ২০-১৫টি হাতি তাণ্ডব চালিয়েছে। পার্কের ভেতরে থাকা খেলনা হাতি, ঘোড়াসহ বিভিন্ন স্থাপনা ও রেস্তোরাঁ তছনছ করে দিয়েছে হাতির পাল। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলী পার্কে এই ঘটনা ঘটে।

বন বিভাগ গোপালপুর বিট অফিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মেঘালয় সীমান্তঘেঁষা কড়ইতলী এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় বন্য হাতির দল ফসল, ঘরবাড়ি ও স্থাপনায় চষে বেড়ায়। গত রাতে ১৫-২০টি হাতি পার্কের ভেতরে রেস্তোরাঁয় ঢুকে পড়ে। হাতির পালটি রেস্তোরাঁর খাবার খেয়ে ফেলে এবং টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ ছাড়া পার্কের ভেতরে সাজিয়ে রাখা খেলনা হাতি, ঘোড়াসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলে।

শহিদুল ইসলাস নামের এক ব্যক্তি জানান, হাতির পালটি মধ্যরাতে এমন তাণ্ডব চালায়। এরা রেস্তোরাঁর সাটার ভেঙে ভেতরে থাকা পানির ও পানীয় বোতলগুলো নষ্ট করে ফেলেছে।

জানতে চাইলে ময়মনসিংহ বন বিভাগ গোপালপুর বিট কর্মকর্তা আবদুল বারি বলেন, ‘খবর পেয়ে আমাদের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের আবেদন করতে বলা হয়েছে।’ এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, ‘ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হয়েছে। সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত