হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে রাতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম বোরহান উদ্দিন (৩১)। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

বোরহান উদ্দিনের স্ত্রীর বড় ভাই সোহেল মিয়া জানান, বোরহান থাকেন ডেমরার আমুলিয়া মডেল টাউন শুকনা টেংরা এলাকায়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। রাতে কাজ শেষ করে নিজের মোটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে ডেমরা থানায় যাচ্ছিলেন একটি কাজে। পথে ডেমরা স্টাফ কোয়ার্টার সিকদার ফিলিং স্টেশনের সামনের রাস্তায় রমজান পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বোরহানের মৃত্যু হয়। আহত হন আরোহী বন্ধু। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, বোরহানের বাবার নাম শফির উদ্দিন। আহত যুবককে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, রাতে স্টাফ কোয়ার্টার এলাকায় বাসচাপায় মোটরসাইকেলচালক মারা গেছেন। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে রমজান পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার