হোম > সারা দেশ

'শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বিমান খাত ক্ষতিগ্রস্ত'

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: শুধুমাত্র বাংলাদেশের বিমান খাত নয় সারা বিশ্বের বিমান খাত ক্ষতিগ্রস্ত। এয়ার ইন্ডিয়া, ব্রিটিশ এয়ারওয়েজসহ পৃথিবীর উন্নত দেশের খ্যাতনামা সব বিমান সংস্থা আর্থিক ক্ষতির সম্মুখীন। কোভিড-১৯ বিমান খাতকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে।

আজ শনিবার এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক ওয়েবিনারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বিমান খাতের প্রাথমিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার পরই কোভিড-১৯ এর কারণে আবারও থমকে যায়। আগে বিমানে সিট খালি থাকতো এমন অভিযোগ আমরা দূর করতে সক্ষম হয়েছি। সব কিছুতেই আমরা যখন ভালো করছিলাম তখনই হানা দেয় করোনা।

সিভিল এভিয়েশন সরকারের একটি বড় খাত। এই খাতের চ্যালেঞ্জ অনেক। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। কোভিডের মধ্যেও আমরা বিমানবন্দরগুলোর উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছি। আমরা চাই বিমান খাত আবার ঘুরে দাঁড়াক। অর্থনীতি সচল রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে বিমান চালু রাখতে হবে।

মাহবুব আলী বলেন, করোনাকালে আমরা দেশের রেমিটেন্স যোদ্ধাদের শুধুমাত্র ফুয়েল খরচ দিয়েই দেশে এনেছি। বেসরকারি বিমান সংস্থার অনেক পাওনা কমিয়ে দিয়েছি। এছাড়া দেশীয় বিমান সংস্থার বিমান চালু রাখার জন্য দেশের বিমান ব্যবহারের সর্বোচ্চ চেষ্টা করেছি। বেসরকারি বিমান সংস্থাগুলো টিকিয়ে রাখার জন্য মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহযোগিতা সবসময় করা হবে।

ইউএসবাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, দেশের দশটি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। পৃথিবীর কোন দেশে এতো সংখ্যক এয়ারলাইন্স বন্ধ হয়েছে বলে আমার জানা নেই। আমরা ক্ষতি দিয়ে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট চালু রেখেছি। এভাবে চলতে থাকলে আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবো। বিমান না চললেও আমাদের অন্য খরচ অনেক। তাই সরকারের কাছে দাবি রইলো আমাদের চার্জগুলো যেনো কমানো হয়।

ওয়েবিনারে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান, টোয়াবের সভাপতি রাফেউজ্জামান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল প্রমুখ।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী