হোম > সারা দেশ > ঢাকা

ড. ইউনূসের বাসভবনে যেতে বাধা পেয়ে শাহবাগে গণ-অভ্যুত্থানে আহতদের অবস্থান

আজকের পত্রিকা ডেস্ক­

ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে যেতে বাধা পেয়ে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা পেয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন তাঁরা।

রাত ৯টার দিকে শাহবাগে সোহেলী তামান্না নামের এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে শিশুমেলা মোড় ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হই। এরপর প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে শাহবাগে পুলিশ বাধা দেয়। আমরা এখানেই অবস্থান করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’

ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়েছেন গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

সরেজমিন দেখা যায়, বাংলামোটর থেকে যমুনার দিকে যাওয়া সড়কটিকে ব্যারিকেড দিয়ে রেখে পুলিশ। প্রায় শতাধিক আহত ও তাঁদের পরিবারের লোকজন বিক্ষোভ করছেন। আহত বিক্ষোভকারীদের কাউকে বসে, কাউকে শুয়ে থাকতে দেখা যায়। এ সময় দাবি মেনে নিতে আহ্বান জানান আহতরা।

এদিকে, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাঁদের দাবিদাওয়াগুলো সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা চাই, তাঁরা কোনো বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে তাঁদের দাবিগুলো জানাক।’

বাংলামোটর থেকে যমুনার দিকে যাওয়া সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গতকাল শনিবার থেকে বিক্ষোভ করছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আজ রোববার তাঁরা দিনভর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন।

সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে বিক্ষোভরত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান তাঁরা। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার