হোম > সারা দেশ > বরিশাল

খেলার মাঠের দেয়াল ভেঙে ফেলল শিশু-কিশোরেরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মহানগরের কাউনিয়া ব্রাঞ্চ রোডে অবস্থিত পুলিশ সেকশন খেলার মাঠের নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশাল মহানগরের কাউনিয়া ব্রাঞ্চ রোডে অবস্থিত পুলিশ সেকশন খেলার মাঠের নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলেছে শিশু-কিশোরেরা। আজ বৃহস্পতিবার দেয়াল ভাঙার আগে মাঠের সামনে মানববন্ধন করে পার্শ্ববর্তী তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

স্থানীয়রা জানিয়েছেন, স্বাধীনতার আগে থেকেই মাঠটি এলাকার শিশু-কিশোরদের খেলার জায়গা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেখানকার ৯০ শতাংশ অর্পিত সম্পত্তি ছিল। গত বছর ওই মাঠে স্টল বসানোর উদ্যোগ নেয় জেলা পুলিশ। তখন প্রতিবাদের মুখে তা বন্ধ হয়ে যায়। তবে চলতি সপ্তাহে নতুন করে দেয়াল তোলার কাজ শুরু হয়।

এর প্রতিবাদে গত বুধবার নগরের অশ্বিনীকুমার হলের সামনে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিক্ষোভ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি দেন তাঁরা। এ বিষয়ে আজকের পত্রিকায় ‘পুলিশের বিরুদ্ধে খেলার মাঠ দখলের অভিযোগ’ শিরোনামে গতকাল খবর প্রকাশিত হয়।

এদিকে মাঠ রক্ষায় আজ বেলা ১১টার দিকে মাঠের সামনে মানববন্ধন করে শিক্ষার্থী ও এলাকাবাসী। শিশু-কিশোরদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ)  নেতা মনীষা চক্রবর্তী, খেলাঘর সভাপতি কাজী সেলিনা, সম্পাদক রাজিব ব্যানার্জীসহ আশপাশের সচেতন মানুষ। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিশু-কিশোরেরা মাঠের নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলে। এ সময় পুলিশের কয়েক সদস্যকে অদূরে অবস্থান করতে দেখা যায়।

স্থানীয় ইমন খন্দকার হৃদয় বলেন, পুলিশ ভবন করলে সেখানে আরও জমি রয়েছে, তাতে করতে পারে। কিন্তু বারবার খেলার মাঠটি দখলের চেষ্টা করে আসছে তারা। গতকাল বিক্ষোভ শেষে দেয়াল ভেঙে ফেলে শিশুরা। আশপাশের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা এ দেয়াল ভেঙেছে।

বরিশাল মহানগরের কাউনিয়া ব্রাঞ্চ রোডে অবস্থিত পুলিশ সেকশন খেলার মাঠের নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

মনীষা চক্রবর্তী বলেন, তিনি খেলার মাঠের সামনে চলা মানববন্ধনে অংশ নিয়ে জেলা প্রশাসককে ফোনে বিষয়টি জানিয়েছেন। জেলা প্রশাসক তাঁকে জানিয়েছেন, তিনি পুলিশ সুপারকে খেলার মাঠে দেয়াল নির্মাণের কাজ বন্ধ রাখতে বলেছেন। তবে মানববন্ধন শুরুর আগে মিস্ত্রিরা কাজ করছিলেন। মানববন্ধন শুরু হলে মিস্ত্রিরা চলে যান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দেয়াল ভেঙে খেলার মাঠ উন্মুক্ত করে। এ বিষয়ে পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

যশোর বিএনপি:৩ আসনে প্রার্থী বদল মাঠে বঞ্চিত ১০ জন

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের