হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, মাদ্রাসাশিক্ষক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুল মান্নান (৪৫)। এ ঘটনায় মান্নানের স্ত্রী, শিশুসন্তান ও অটোরিকশার চালক আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়ার পথে ওই যাত্রীর মৃত্যু হয়। এর আগে রাত ৮টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আব্দুল মান্নান পেকুয়া উপজেলার উজানটিয়া এ এস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক ছিলেন। তাঁর বাড়ি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কিছুদিন ধরে আব্দুল মান্নানের ছোট বোন শারীরিকভাবে অসুস্থ। গতকাল সন্ধ্যায় বোনকে দেখতে তিনি পরিবার নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। পেকুয়া বাজার থেকে চকরিয়া যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এরপর রাত ৮টার দিকে গাড়িটি বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন। তিনি চাকরির সুবাদে পেকুয়া সদরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর আমার কাছে আসেনি। ওই এলাকায় হারবাং পুলিশ ফাঁড়ি রয়েছে। তাদের কাছেও দুর্ঘটনার কোনো তথ্য নেই। তারপরও এ বিষয়ে খবর নেওয়া হচ্ছে।’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ