হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে প্রতীকী সিট বণ্টনের প্রতিবাদ কর্মসূচি পালন

চবি সংবাদদাতা

চবিতে প্রতীকী সিট বণ্টনের প্রতিবাদ কর্মসূচি পালন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতীকী সিট বণ্টন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নবীন শিক্ষার্থীদের উপাচার্যের বাংলো ও শিক্ষক ক্লাবে প্রতীকী সিট বরাদ্দ দেওয়া হয়।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংগঠনের নেতা মোহাম্মদ পারভেজকে আইসিটি সেল ও সাঈদ বিন হাবিবকে প্রভোস্টের প্রতীকী দায়িত্ব দিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের সিট বরাদ্দ পেতে লম্বা লাইন দেখা যায়। পরে তাঁদের মাঝে উপাচার্যের বাংলো ও শিক্ষক ক্লাবে প্রতীকী সিট বরাদ্দ দেওয়া হয়।

এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয় সংস্কারে সাত দফা দাবি জানায় সংগঠনটি। দাবি বাস্তবায়নে সংগঠনটির পক্ষ থেকে ১০ দিনের সংস্কার ক্যাম্পেইন ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে আজ প্রতীকী সিট বণ্টন কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা।

আগামী বৃহস্পতিবার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে মতবিনিময়, ৭ জুলাই গণ-স্বাক্ষর কর্মসূচি এবং ১০ জুলাই সাত দফা দাবিতে মানববন্ধন করবে সংগঠনটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নবীন শিক্ষার্থী বলেন, ‘আমি সিলেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি। এখানে এসে নতুন বাসা বা কটেজ খুঁজে পেতে অনেক বেগ পেতে হয়েছে। প্রথমে এক জায়গায় আড়াই হাজার টাকার এক সিটের বাসা পেয়েছিলাম, কিন্তু সেখানে থাকার সামর্থ্য আমার ছিল না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রথম বর্ষ থেকে আমাদের আবাসন সুবিধা দিত, তাহলে এসব দুর্ভোগ পোহাতে হতো না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত আবাসন সুবিধা বাড়ানো, যাতে দূরদূরান্ত থেকে আমাদের মতো নতুনরা ভোগান্তির শিকার না হয়।’

ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, ‘আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একজন শিক্ষার্থীকেও আবাসন সুবিধা দিতে পারেনি। বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা এসব শিক্ষার্থী কোথায় থাকবে? তারা জোবরা গ্রামকে চিনে না, এখানকার ভাষা, কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে পরিচিত নয়। এই যে অনিশ্চয়তা কাটানোর উদ্যোগ প্রশাসনের নেই, এটা আমাদের জন্য হতাশার।’

মোহাম্মদ আলী আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ৬ হাজার শিক্ষার্থীর আবাসন সুবিধা রয়েছে। বাকি ২২ হাজার শিক্ষার্থীর থাকার কোনো ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেই। আমরা বিভিন্ন সময় প্রশাসনে সমস্যা সমাধানের জন্য বলেছি। আজ প্রতীকী সিট বণ্টনের মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন দ্রুত সময়ের মধ্যে এর সমাধান না করলে কঠোর আন্দোলনে যাব।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই