হোম > সারা দেশ > ঢাকা

‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে র‍্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

উত্তরার র‍্যাব-১ কার্যালয়ের সামনে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরার র‍্যাব-১ কার্যালয়ের সামনে বিগত সরকারের ‘গোপন বন্দিশালা’ উন্মোচন ও জড়িতদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। র‍্যাব-১ এর সামনে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) একটি সংগঠনের ৩০-৪০ নেতা-কর্মী এ অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো. রিজওয়ান ও শাহ জামাল সজীব।

এ সময় তাঁরা বিগত সরকারের সব গোপন বন্দিশালা উন্মোচন, গুমের সঙ্গে জড়িতদের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে সিএআইর আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম বলেন, ‘র‍্যাব কর্তৃক দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী এবং তাঁদের পরিবারকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে।’

যুগ্ম আহ্বায়ক রিজওয়ান বলেন, ‘জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ত্বরিত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে।’

যুগ্ম আহ্বায়ক সজীব বলেন, ‘বিভিন্ন জায়গায় এলিট ফোর্সের নিয়ন্ত্রিত গোপন নির্যাতন কক্ষগুলো জাতীয় মিডিয়ার মাধ্যমে উন্মোচন করতে হবে এবং চিরতরে সিলগালা করে দিতে হবে।’

এ বিষয়ে র‍্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন বন্দিশালা উন্মোচন ও জড়িতদের বিচার দাবিতে সিএআইর অল্পকিছু লোক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আবার তাঁদের কিছু লোক চলে যাওয়াও শুরু করেছে।’

সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই সংগঠনের নেতা-কর্মীদের র‍্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়।

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

ফরিদপুরে চলন্ত ট্রেনের সামনে শুয়ে নারীর আত্মহত্যা