হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি

নারী, শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে নারী, শিশুসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ১৩ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো (পুশ ইন) হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার পাল্লাথল সীমান্ত এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় ওই ১৩ জনকে আটক করে বিজিবি। এ নিয়ে সাম্প্রতিক সময়ে বড়লেখা সীমান্ত দিয়ে পুশ ইনের সময় এ পর্যন্ত মোট ২৮৫ জনকে আটক করা হলো।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরে উপজেলার নিউ পাল্লাথল বিওপি সীমান্ত এলাকা দিয়ে ১৩ জন বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ। পরে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে এলাকাবাসীর সহায়তায় বিজিবি আটক করে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করছে।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ আজ বিকেলে জানান, বিজিবি পুশ ইনের শিকার ওই ব্যক্তিদের স্থানীয় একটি স্কুলে রেখেছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ জানান, আজ ভোরে নিউ পাল্লাথল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত