হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

কুমিল্লা প্রতিনিধি

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির কার্যালয় থেকে কায়কোবাদ-সমর্থিত নেতা-কর্মীরা ঝাড়ু হাতে নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ কামাল উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহীদ আহমেদ, মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈমসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যক্তিগত দুর্নীতি ও অপকর্ম আড়াল করতেই পরিকল্পিতভাবে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তাঁরা বলেন, কায়কোবাদ একজন পরীক্ষিত, জনপ্রিয় ও জনবান্ধব নেতা। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হয়েছে।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল। ছবি: আজকের পত্রিকা

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু পেজ ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে উদ্দেশ্যমূলকভাবে কায়কোবাদকে নিয়ে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি দাবি জানান তাঁরা।

এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কায়কোবাদের বিরুদ্ধে যদি নতুন করে কোনো ষড়যন্ত্র, অপপ্রচার বা মিথ্যাচার চালানো হয়, তাহলে কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন তাঁরা। প্রয়োজনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান বক্তারা।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ঋণখেলাপি এবং তুরস্কের নাগরিক। ওই মন্তব্যের পরপরই মুরাদনগরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু