হোম > সারা দেশ

ফরিদপুরে করোনায় একইসাথে স্বামী-স্ত্রীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৯২ 

প্রতিনিধি, ফরিদপুর

ফরিপুরে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে এক সপ্তাহের ব্যবধানে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৯২ জন। এদিকে ভাইরাসে একইসাথে স্বামী স্ত্রী দুইজনের মৃত্যু হয়েছে। নতুনভাবে আক্রান্ত হয়েছেন আরো ৩৪ জন।

নিহতরা হলেন, শহরের ঝিলটুলির নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট হোটেল ব্যবসায়ী খন্দকার মিজানুর রহমান হালিম (৭২) এবং তার স্ত্রী মেহেরুন নেছা (৬০)। 

এবিষয়ে নিহতের আত্নীয় বিএমএর ফরিদপুরের সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চেীধুরী টিটো বলেন, তারা দুইজনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি ছিলেন। এদের মধ্যে গত ১০ দিন আগে মেহেরুন নেছা এবং তার স্বামী খন্দকার হালিম ৬ দিন আগে করোনায় আক্রান্ত হন। 

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, মেহেরুন নেছা সোমবার সকালে এবং তার স্বামী রাতে মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, এই পর্যন্ত জেলায় করোনায় ১২৬ জনের প্রাণহানি হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৯ হাজারের মতো। কিন্তু বর্তমানে চিকিৎসা নিচ্ছে ১৯২ জন।   

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, করোনায় মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় আজ মঙ্গলবার বাদ আছর চৌরঙ্গী মসজিদে জানাযা শেষে দাফনের ব্যবস্থা করা হয়।  

তিনি আরও বলেন, হঠাৎ করে আবারো করোনার ভয়াবহতা বেড়ে চলেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি করোনা মোকাবেলায় সকলকেই এগিয়ে আসতে হবে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

ঘরে বসে চিকিৎসাসেবা পাবে মানুষ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান

আগামীতে যেন ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, সে জন্যই গণভোট: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য জিম্মি

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আমির হামজাকে হত্যার হুমকি: প্রতিবাদ সভায় বক্তৃতার সময় জামায়াত নেতার মৃত্যু

ফরিদপুরে পেট্রলপাম্প ও পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি