হোম > সারা দেশ > ঝিনাইদহ

মায়ের জন্য মেহেদী কিনে বাড়ি ফেরা হলো না যুবকের

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

খেজুরগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কাজল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই অভি হোসেন (১৪)। আজ শুক্রবার সকালে কোটচাঁদপুরের আমেরিকান সড়কে এ দুর্ঘটনা ঘটে। মেহেদী কিনতে দুই ভাই বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন।

নিহত কাজল কোটচাঁদপুরের মুরুটিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত অভি ওই গ্রামের জালাল উদ্দীনের ছেলে। বর্তমানে অভি যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভির মা হাসিনা বেগম জানান, কাজল আর অভি চাচাতো ভাই। ঈদের জন্য সকালে মায়ের কাছ থেকে টাকা আর মোটরসাইকেল নিয়ে কাজল অভিকে সঙ্গে নিয়ে মেহেদী কিনতে বের হন। এর কিছুক্ষণ পর জানতে পারেন, ওরা দুর্ঘটনার শিকার হয়েছে। এরপর ঘটনাস্থলেই কাজলের মৃত্যুর খবর পান তাঁরা।

স্থানীয়রা বলেন, দেখলাম দুজন মোটরসাইকেল নিয়ে আসছে। এরপর নিযন্ত্রণ হারিয়ে পাশের খেজুরগাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এরপর গিয়ে দেখি, একজন মারা গেছে। অন্যজন গুরুতর আহত হয়েছে। তাকে ভ্যানে তুলে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির জামান জানান, আহত কিশোরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রের্ফাড করা হয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল করার পর কারোর কোন অভিযোগ না থাকলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার