হোম > সারা দেশ

দুই ঘাটে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়

প্রতিনিধি

রাজবাড়ী ও মুন্সীগঞ্জ: ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ছোট যানবাহনে ঘাটে আসছে শত শত মানুষ। অন্যদিকে নদী পার হওয়ার জন্য বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট। ফলে চাপ বেড়েছে দুই রুটে চলাচল করা ফেরিতে।

ঘরমুখী মানুষের চাপ থাকায় ফেরিতে পার করা হচ্ছে না ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক। এতে দুই ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সরেজমিনে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি রোরো ফেরি প্রায় সাতশ যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছয়। এসময় বেশিরভাগ মানুষকেই সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। মুখে মাস্ক ছিল না অনেকের।

গাজীপুর থেকে যশোরের উদ্দেশে যাওয়া মো. বিল্লাল খাঁন বলেন, আজ ছুটির দিন তাই পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। পরিবারের সবাইকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আবার গাজীপুর ফিরবো। দূরপাল্লার পরিবহন না চলাচল করায় এখন ভেঙ্গে ভেঙ্গে বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে। তবে দৌলতদিয়া ফেরিঘাটে সিন্ডিকেট থাকার কারণে গাড়িতে অতিরিক্ত ভাড়া দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র এরই মধ্যে ঘাট এলাকা পরিদর্শন করেছেন। ঘাটের খানা-খন্দ সংস্কার করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অনিয়ম দুর্নীতি প্রতিহত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দিনের বেলায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ–রুটে ছয়টি ফেরি চলাচল করছে। রাতে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট বড় ১৬টি ফেরি চলাচল করে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের ঘরমুখী যাত্রীরা গন্তব্যে পৌঁছতে শিমুলিয়াঘাট এলাকায় জড়ো হয়েছেন। শুক্রবার সকাল থেকে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে শিমুলিয়া থেকে ফেরিতে কোনো যানবাহন উঠতে পারেনি।

বেলা সোয়া ১১টার দিকে এনায়েতপুরী রো-রো ফেরিটি শুধু যাত্রী নিয়েই শিবচরের বাংলাবাজার ঘাটে এসে পোঁছয়। কোনো যানবাহন ছাড়া প্রায় ১২শ যাত্রী নিয়ে এই প্রথম কোনো ফেরি শিমুলিয়া থেকে বাংলাবাজার পোঁছল বলে জানিয়েছেন যাত্রীরা।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানিয়েছেন, ঈদ ঘনিয়ে এসেছে। এর মধ্যে আজ সাপ্তাহিক ছুটির দিন। সব মিলিয়ে ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে। যানবাহন ও যাত্রীদের নির্বিঘ্নে পারাপারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এ নৌ–রুটে ১৩টি ফেরি চলছে।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

ঘন কুয়াশা ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত