নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর টেকনিক্যাল মোড়ে এসবি সুপার ডিলাক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। সেই বাস চাপায় একজন পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সাজ্জাদ জানান, প্রাথমিকভাবে বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। তাঁর নাম বিল্লাল হোসেন। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।