হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ব্যবসায়ীকে লাঞ্ছিত করা ব্যক্তির সঙ্গে বিএনপির সম্পর্ক নেই: বিবৃতি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

গত সোমবার রাতে ঘিওরে ব্যবসায়ীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কম্পিউটার দোকানে ঢুকে ব্যবসায়ীকে দাড়ি ধরে টানাটানি ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত নাসিম ভূঁইয়ার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এমন দাবি করেছে উপজেলা বিএনপি।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজ বুধবার সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মো. ওয়াজেদ আলী বলেন, ‘এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নাসিম ভূঁইয়াকে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কর্মী-সমর্থক বলে প্রচার করা হয়। তবে গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এর তীব্র প্রতিবাদ করে ঘিওর উপজেলা বিএনপি।

গতকাল রাত ১১টার দিকে উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. ওয়াজেদ আলী (মিস্টার) এক যৌথ বিবৃতিতে বলেন, ‘নাসিম ভূঁইয়া বিএনপির কোনো পর্যায়ের—ইউনিয়ন, ওয়ার্ড বা সহযোগী সংগঠনের সদস্য বা নেতা-কর্মী নন। তাঁর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে হেয় করার অপচেষ্টা করছেন।’

গত সোমবার রাত ৯টার দিকে ঘিওর উপজেলার থানা রোডের মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে ঢুকে প্রতিষ্ঠানটির মালিক আলী আজম মানিককে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং দাড়ি ধরে টানাটানি করেন এক ব্যক্তি। ঘটনাটি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিএনপির ওই বিবৃতিতে আরও বলা হয়, হেনস্তাকারী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশেষ করে, দোকানদারের দাড়ি ধরে টানাহেঁচড়া করার ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, যা অত্যন্ত নিন্দনীয়।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী