হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।

বরাদ্দ-সংক্রান্ত কাগজপত্র থেকে জানা গেছে, নগরের নন্দনকানন টিঅ্যান্ডটি অফিসের বাইরে এস আলম বাস কাউন্টারের সামনের ১২০ ফুট জমি বরাদ্দ দেয় সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ। এ জন্য নেওয়া হয় এককালীন ২ লাখ টাকা। সেই সঙ্গে প্রতি মাসে ভাড়া নির্ধারণ করা হয় ৪ হাজার টাকা। করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এস এস সরওয়ার কামাল বরাদ্দপত্রে সই করেছেন। বরাদ্দ পাওয়া ব্যক্তি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেলেও কেউ তার নাম বলতে চাননি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের তহশিলদার মো. শাহাদাত বলেন, ‘নগরের নন্দনকানন টিঅ্যান্ডটি অফিসের বাইরে এস আলম বাস কাউন্টারের সামনের জায়গা জেলা প্রশাসনের। সেই জায়গা সিটি করপোরেশন বরাদ্দ দিয়েছে একজনকে। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি দোকানঘর নির্মাণের সময় আমরা বাধা দিলে তাঁরা শুনতে চাননি। পরে গত বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হকের উপস্থিতিতে ওই স্থাপনা ভেঙে দেওয়া হয়।’

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা এস এস সরওয়ার কামাল বলেন, ‘সিটির রাস্তাগুলো করপোরেশনের। ওই হিসেবে আমরা রাস্তার পাশে এই ১২০ ফুটের ছোট্ট জায়গাটি বরাদ্দ দিয়েছিলাম। বিষয়টি আমরা আরও যাচাই বাছাই করে দেখছি।’

উচ্ছেদের বিষয়ে প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, জায়গাটি যেহেতু জেলা প্রশাসনের, তাই নিয়মতান্ত্রিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ করা হয়েছে।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে