হোম > সারা দেশ > চাঁদপুর

দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে যুবকের গোপনাঙ্গ কাটার অভিযোগ, হাসপাতালে নিলেন তৃতীয় স্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন উজ্জ্বল। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তরে এক নারীর বিরুদ্ধে তাঁর স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত নারী কল্পনা বেগম (২৫) ও তাঁরা বাবা বাবর আলী পলাতক রয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভুক্তভোগীর নাম মো. উজ্জ্বল (৩৫)। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। কল্পনা বেগম উজ্জ্বলের দ্বিতীয় স্ত্রী। উজ্জ্বল কিছুদিন যাবৎ কৃষ্ণপুর গ্রামে তাঁর শ্বশুর বাবুর আলীর বাড়িতে বসবাস করছিলেন। সেখানেই এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় কল্পনা ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। উজ্জ্বল রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকলে তাঁর মোবাইল ফোন থেকে তৃতীয় স্ত্রী ফারজানাকে অজ্ঞাত এক ব্যক্তি বিষয়টি জানান। পরে ফারজানা গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থার কথা জানিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। ফারজানার বাড়িও মতলবপুর উত্তর উপজেলায়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা। সদর হাসপাতাল থেকেও বিষয়টি আমাকে জানানো হয়েছে। উজ্জ্বলের দ্বিতীয় স্ত্রী কল্পনা কৌশলে বাড়িতে এনে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী