হোম > সারা দেশ > নওগাঁ

শিয়ালের কামড়ে আহত ৭, টিকার সংকটে বিপাকে রোগীরা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর ধামইরহাটে তিন দিনে শিয়ালের কামড়ে নারীসহ সাতজন আহত হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন (টিকা) না থাকায় বিপাকে পড়েছে তারা। আজ বুধবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছে ভুক্তভোগী ও তাদের স্বজনেরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩০ জুন থেকে আজ বুধবার (২ জুলাই) পর্যন্ত ওই সাতজন শিয়ালের কামড়ের শিকার হয়েছে। আহতরা হলেন উপজেলার রঘুনাথপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে মাইমুনা বেগম (২২), আবু তালেবের ছেলে মেজবাহ (১৫), কছির উদ্দিনের ছেলে ইউনুস আলী (৫০), মৃত জব্বারের ছেলে আব্দুল লতিফ (৩৫), শালুককুড়ি গ্রামের আব্দুল সামাদের ছেলে আবুল কালাম (৩৫), শিববাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল (৬২) এবং পূর্ব চকশরিফ গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৪)। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হওয়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রঘুনাথপুর গ্রামের ভুক্তভোগী ইউনুস আলী বলেন, ‘জরুরি কাজে বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যেতেই শিয়ালের আক্রমণের শিকার হই। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে গিয়ে দেখি ভ্যাকসিন নেই।’

অপর ভুক্তভোগী আবুল কালাম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি ভ্যাকসিন নেই। বাধ্য হয়ে বেশি দাম দিয়ে ওষুধের দোকান থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে।’ হাসপাতালে ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার বলেন, ‘শুধু জেলা পর্যায়ে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন সরবরাহ রয়েছে। উপজেলা পর্যায়ে আমরা এখনো পাইনি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই